টেলিটকের সাইট উন্নয়নে ৩৩শ’কোটি টাকার অনুমোদন
সরকারি মোবাইল ফোন অপরেটর টেলিটককে দক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ১৯তম একনেক সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় ২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে টেলিটকের সাইট উন্নয়নে ৩৩শ’ কোটি টাকার অনুমোদন দেয়া হয়।
নিরাপদ সড়ক নেটওয়ার্ক তৈরিতে ৬৩৩ কোটি টাকার একটি প্রকল্প পাস করে একনেক। প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২২ সাল পর্যন্ত। প্রকল্পের আওতায়, যন্ত্রপাতি কিনতে ৫ কোটি ও বিদেশে প্রশিক্ষণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।