বাজারে তিনটি নতুন স্মার্টফোন আনছে স্যামসাং
স্মার্টফোনের দুনিয়ায় দীর্ঘদিন রাজত্ব করা ব্রান্ডগুলোর মধ্যে প্রথম সারিতে আছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি বাজারে নতুন ফোন আনছে এমন গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে তিনটি নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে তারা।
যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি আনপ্যাকড নামের একটি অনুষ্ঠানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সবাইকে চমকে দিয়ে স্মার্টফোন তিনটি উন্মোচন করে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
নতুন ফোন তিনটি হচ্ছে ‘গ্যালাক্সি এস ২০ ’, ‘এস ২০ প্লাস’ ও ‘এস ২০ আলট্রা’। ফোন তিনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৯৯৯, ১১৯৯ ও ১৩৯৯ ডলার।
স্যামসাং কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, তিনটি ফোনেই ১২০ হার্টজের ডিসপ্লে, কমপক্ষে ৮ জিবি করে র্যাম, উন্নত ক্যামেরা ও ৮কে মানের ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ রয়েছে। আগামী ৬ মার্চ থেকে বৈশ্বিক বাজারে ফোন তিনটি উন্মুক্ত করবে