বিবাহিতদের পুরোহিত হওয়ার আবেদন খারিজ
অ্যামাজনের দুর্গম অঞ্চলে ধর্মপ্রচারকার্যে বিবাহিত পুরোহিতদের পাঠানোর আবেদন নাকচ করে দিয়েছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার ঘোষণা দিয়ে এই আবেদন খারিজ করেন পোপ।
সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, নারীরা কখনোই ধর্মযাজক হওয়ার সুযোগ পাবেন না। নারীরা শুধুমাত্র পুরোহিতের জন্য প্রার্থনা ও বিভিন্ন ধরনের সহযোগিতা করতে পারবেন। এমনই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
গত বছর আমাজন অঞ্চলের গীর্জাগুলোতে পুরোহিত সংকট সমাধানে বিবাহিত ও বয়স্ক পুরুষদের নিয়োগ দেবার জন্য ল্যাটিন আমেরিকার বিশপের পক্ষ থেকে পোপের কাছে আবেদন করা হয়েছিলো।
আবেদনটিতে বলা হয়েছিলো পুরোহিত হিসেবে এমন পুরুষদের নিয়োগ দেওয়া উচিত যারা আদিবাসী সম্প্রদায়ের ও উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী।