২০০ কোটি ছাড়িয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী
হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি পার হয়েছে।ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ফেসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির একটি ব্লগপোস্টেও প্রকাশ করা হয়েছে।
ক্যাথকার্ট বলেন, ফেসবুকের ওপর নির্ভরশীল থেকেই হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং এনক্রিপটেড মেসেজিং সেবা দিতে কাজ করবে। ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কেনার সময় ফেসবুক কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটা তারই প্রতিফলন।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক পৃথক কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এবং প্রাইভেসি ও নিরাপত্তা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান দেখাবে।
প্রসঙ্গত, জ্যান কউম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে ফেসবুকের কাছে বিক্রি করেন তারা। এরপর ২০১৮ সালে কউম হোয়াটসঅ্যাপ ছেড়ে দেন।