বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে করোনা, আশঙ্কা বৈশ্বিক মহামারীর
মহামারীর রূপ নিয়েছে নভেল করোনা ভাইরাস। চীনের পর ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। যতই দিন যাচ্ছে আতঙ্ক বাড়ছে। এখনো এই ভাইরাস মোকাবিলা করতে পারছে না বিশ্ববাসী। এ পরিস্থিতি ‘বৈশ্বিক মহামারীর’ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ এর সংক্রমণে ২ হাজার ৮০০ মানুষ মারা গেছেন। এছাড়া কয়েক হাজার দেশে ৮২ হাজরেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। শেষ খবর পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এসব তথ্য জানা যায়।
সর্বশেষ নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে।
এছাড়াও এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া- কোনও মহাদেশ বাদ যায়নি এই ভাইরাসের আক্রমণ থেকে।
নিচে পাঠকদের জন্য করোনায় আক্রান্ত কিছু দেশ ও রোগীর সংখ্যা তুলে ধরা হল:
১. চীন- ৭৮ হাজার ৪৯৭
২. দক্ষিণ কোরিয়া- ১ হাজার ৭৬৬
৩. ইরান- ২৪৮
৪. ইতালি- ৬৫০
৫. জাপান- ৮৯৪
৬. আফগানিস্তান- ১
৭. আলজেরিয়া- ১
৮. অস্ট্রেলিয়া- ২৩
৯. অস্ট্রিয়া- ২
১০. বাহরাইন- ৩৩
১১. বেলজিয়াম- ১
১২. ব্রাজিল- ১
১৩. কম্বোডিয়া- ১
১৪. কানাডা- ১২
১৫. ক্রোয়েশিয়া- ৩
১৬. ডেনমার্ক- ১
১৭. মিশর- ১
১৮. এস্তোনিয়া- ১
১৯. ফিনল্যান্ড- ২
২০. ফ্রান্স- ৩৮
২১. জর্জিয়া- ১
২২. জার্মানি- ২৬
২৩. গ্রিস- ৩
২৪. ভারত- ৩
২৫. ইরাক- ৬
২৬. ইসরায়েল- ৩
২৭. কুয়েত- ৪৩
২৮. লেবানন- ৩
২৯. মালয়েশিয়া- ২২
৩০. নেপাল- ১
৩১. নেদারল্যান্ডস- ১
৩২. উত্তর মেসিডোনিয়া- ১
৩৩. নরওয়ে- ১
৩৪. ওমান- ৪
৩৫. পাকিস্তান- ২
৩৬. ফিলিপাইন- ৩
৩৭. রোমানিয়া- ১
৩৮. রাশিয়া- ৫
৩৯. সিঙ্গাপুর- ৯৩
৪০. স্পেন- ১৬
৪১. শ্রীলঙ্কা- ১
৪২. সুইডেন- ২
৪৩. সুইজারল্যান্ড- ৪
৪৪. তাইওয়ান- ৩২
৪৫. থাইল্যান্ড- ৪০
৪৬. সংযুক্ত আরব আমিরাত- ১৩
৪৭. যুক্তরাজ্য- ১৬
৪৮. মার্কিন যুক্তরাষ্ট্র- ৬০
৪৯. ভিয়েতনাম- ১৬