অবসরে যেতে পারেন মাদারীপুর শিশুপার্কে
মাদারীপুরে শিশুদের জন্য তৈরি করা হয়েছে পৌর শিশু পার্ক। দুপুরের পর থেকে রাত পর্যন্ত ভিড় করেন নানা বয়সের মানুষ। দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়মিত কাজ করছে কর্তৃপক্ষ।
পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, শহরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি দর্শনীয় স্থান গড়ে তোলার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এক কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর পৌরসভার শকুনী মৌজার ৩৪ শতাংশ জায়গায় নির্মাণ করা হয় পৌর শিশু পার্ক। গত বছরের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা পার্কটি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। শিশুদের চিত্র বিনোদনের জন্য পার্কে হানি সুইং, মেরিগো রাউন্ড, ওয়ান্ডার হুইল ও মিনি ট্রেন রাইড রয়েছে। প্রতিটি রাইডের জন্য দিতে হয় ৩০টাকা। ছুটির দিনের পাশাপাশি অবসর সময়ে আসেন সব বয়সের মানুষ।
শুধু শিশুদের জন্য নয়, বয়স্কদের জন্যও বিনোদনের স্থান তৈরি করতে পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন উদ্ভাস আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক কুমার লাভলু।
এখান থেকে প্রতিমাসে ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছে পৌরসভা।