জেনে নিন বই নিয়ে কিছু মজার তথ্য
বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে। আসুন জেনে নেই বই সম্পর্কে কিছু মজার তথ্য, যা হয়ত আপনি আগে জানেননি।
১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।
২.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।
৩.বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
৪.ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয়।
৫.ভার্জিনিয়া উলফ তার সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।
৬.সবচেয়ে চুরি হয় যে বইটি সেটা হলো বাইবেল।৭.রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন।
৮.শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে
৯.ভিক্টর হুগো ( য়ুগো)’র লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ ।
১০.হারি (Hurry) ,এডিকশন ( Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার ।
১১.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।
১২.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন ।
১৩.নোয়াহ ওয়েবস্টার তার প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর।
১৪. পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই বাইবেল।
১৫. পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত বই কোরআন ।