টঙ্গীতে বীরমুক্তিযোদ্ধা কমরেড তৈয়বুর রহমান স্বরন সভা পালিত
টঙ্গীতে অকুতভয় রনাঙ্গণের বীর সৈনিক জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা কমরেড তৈয়বুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৩ মার্চ) স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদ কার্যালয়ে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কমরেড তৈয়বুর রহমান শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের আমৃত্যু অগ্রসৈনিক হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদ্যস ও গাজীপুর জেলার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ট্রেড ইউনিয়ন টঙ্গী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, উদীচী, খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রেল শ্রমিক ইউনিয়ন, গাৃমেন্টস শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ নানা সংগঠনের উপদেষ্টা হিসেবে আজীবন কাজ করে গেছেন ।
বাংলাদেশের মুক্তির সংগ্রাম আন্দোলনে সক্রিয় সংগঠক ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।তিনি ১৯১৭ সালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাএ ইউনিয়নের নেতৃত্বাধিন যৌথ গেড়িলা বাহিনীতে যোগ দিয়ে ভারতে ট্রেনিং শেষে দেশে ফিরে জয়দেবপুর, গাছা, পূবাইল, রুপগঞ্জসহ বিভিন্ন এলাকায় মুক্তিবাহিনীর ক্যাম্পে থেকে নিরন্তন যুদ্বে অংশগ্রহন করে দেশের জন্য বিজয় ছিনিয়ে আনেন।
মুক্তিযুদ্ধের পড়ে দেশ পূর্নগঠনের ও ভুমিহীন কৃষক অধিকার আদায়ের জন্য সারা দেশে কাজ করেন । তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে টঙ্গীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উক্ত স্মরণসভায় তার কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন,তৈয়বুর রহমান একজন সাদা মনের র্নিলোভ , সৎ মানুষ ছিলেন তার অনুপস্থিতিতে সামাজের অর্পূরনীয় ক্ষতি হয়েছে।