লোহাগড়ায় অস্ত্র-গুলি উদ্ধার
নড়াইলের লোহাগড়া পুলিশ অভিযান চালিয়ে একটি থ্রি নট থ্রি রাইফেলসহ ১১ রাউন্ড তাজা গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডহরপাড়া থেকে এ অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া (দক্ষিন পাড়া) রজব মোল্যার ছেলে বাঁকা মোল্যা ওরফে কালা বাঁকার বাড়ির বসত ঘরের চিলেকোঠার পায়রার খোপ থেকে একটি স্বয়ংক্রিয় থ্রি নট থ্রি (গাদা) রাইফেলসহ ১১ রাউন্ড তাজা গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে।
উদ্ধার হওয়া গুলির মধ্যে ৮ রাউন্ড বিওএফ ৬৭ রাইফেলের, ৩ রাউন্ড শর্ট গানের গুলি এবং ১’শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, ‘অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। থানায় মামলা হয়েছে।