কুরিয়ারে পণ্যের বদলে আনা হলো মানুষ! কুরিয়ার সার্ভিস’কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাসের আতেঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহীতে কুরিয়ারে পণ্যের বদলে মানুষ নিয়ে আসায় ‘আহমেদ কুরিয়ার সার্ভিস’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা সেখানে অভিযান চালান। পরে ভ্রাম্যামান আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেন আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীর কছে থেকে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, করোনা ভাইরাস আতঙ্কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।