মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় ২৬ র্মাচ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে মেহেরপুর
প্রতিনিধি:
মেহেরপুর,গাংনী ও মুজিবনগরে করোনা ভাইরাসজনাত কারণে সীমিত পরিসরে উদযাপন করা হয় সংক্ষিপ্ত আকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও পিপি পল্লব ভট্টাচার্য শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ১০ টার দিকে জেলা বিএনপি’র উদ্যোগে মাসুদ অরুন পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন।শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ওসমান গনি জাতীয় পতাকা উত্তোলন করেন।এর আগে সকালে মুজিবনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
অন্যদিকে গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পুস্পমাল্য অর্পণ করেন।সূর্যদয়ের সাথে সাথে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাংনী উপজেলা শহীদ মিনার পুস্পমাল্য অর্পন করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারী কমিশনার (ভূমি)ইয়ানুর রহমান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান পুস্পমাল্য অর্পণ করেন।এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১সালের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা,ও ভালোবাসা জানান, এছাড়াও গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকার বিষয়ে উপদেস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।