ময়মনসিংহে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা কমে আসছে।
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ
ময়মনসিংহ ২৮ মার্চ বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে লোকের সংখ্যা ক্রমেই কমে আসছে বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার এ বি এম মশিউল আলম। তিনি জানান গত ২৪ ঘন্টায় ৫২ জন হোম কোয়ারেন্টাইনে আওতায় এসেছে।
এ পযর্ন্ত জেলার ১৩ টি উপজেলায় মোট ৮৯০ জন হোম কোয়ারান্টাইনে রাখা হয়।এরমধ্যে ৫৯৬ জন হোম কোয়ারান্টাইন মুক্ত হওয়ায় তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন । বর্তমানে ২৯৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি বাসসকে আরও জানান জেলায় এই পযর্ন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি।
এদিকে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন,আইন শূংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও এ সংক্রান্ত নির্দেশনাবলি পালন নিশ্চিত করতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সিটি করপোরেশন এলাকা ছাড়াও উপজেলা সদরে তাদের টহল অব্যাহৃত রেখেছে।
ফলে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কমে যাওয়ায় রাস্তা ফাঁকা হয়েগেছে।