নোয়াখালীর বিভিন্ন স্থানে চলছে সেনাবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম।
নবীন, নোয়াখালী প্রতিনিধি
করোনা প্রাদুর্ভাব থেকে নিরাপদ থাকতে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, অযথা ঘুরাফেরা না করে বাড়িতে অবস্থান করাসহ নোয়াখালীতে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী।
দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রমে অংশ গ্রহন করেন, কুমিল্লা সেনানিবাসের ৩৩ আর্টিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আরেফীন পিএসসি, ১৬ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল উľ¡ল আহমেদ পিএসসি ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।
জেলা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট দুরত্বের চিহ্ন একে দেয়া, রাস্তায় চলাচলকারী গাড়িতে জীবানুনাশক ছিটানো, হ্যান্ড সেনিটাইজার বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ হ্যান্ড মাইকে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়। নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তাগণ।