গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে ৫লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান
মেহেরপুর প্রতিনিধি
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসে অবরুদ্ধ, জাতির এই দুর্যোগ ও ক্্রান্তি কালে কর্মহীন অসহায়দের সাহাযার্থে সোনালী ব্যাংক, গাংনী উপজেলা পরিষদ শাখার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৫ লাখ ৭২ হাজার ৯শ. ১৭ টাকার চেক প্রেরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দীন মহোদয়ের নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিসের ১০ জন কর্মকর্তা ও কর্মচারী এবং উপজেলার ৬ টি ক্লাস্টারের ৯০৩ জন সর্বমোট ৯১৩ জন শিক্ষক-শিক্ষিকা তাদের নববর্ষ ভাতা থেকে শতকরা ২০ ভাগ হারে জমাকৃত টাকা ত্রাণ তহবিলে অনুদান প্রেরণ করা হয়েছে।
মোহাঃ আলাউদ্দীন আরও বলেন, নবনিযুক্ত বেশ কয়েকজনের নিকট থেকে প্রাপ্ত অর্থ স্থানীয়ভাবে কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা হিসাব দেয়া হবে। এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা সহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও অফিস সহকারী উপস্থিত ছিলেন।