সংকটকালীন সময়ে দল-মত নির্বিশেষে সকল স্বচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি.
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন‘‘নোভেল করোনাভাইরাস সংক্রামন রোধে সংকটকালীন সময়ে দল-মত নির্বিশেষে সকল স্বচ্ছল ব্যক্তিদের কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের পাশে এসে দাড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারি ত্রাণ সাহায্যের পাশাপাশি সমার্থবান প্রতিটি মানুষকে এ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি বলেন সরকারি ত্রাণ সামগ্রী অনুদান যদি কোন ব্যক্তি আত্মসাৎ বা স্বজনপ্রীতি করে তাহলে সে যেই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ’’ তিনি গতকাল মঙ্গলবার সকালে নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী,এ্যাযাক্রা,কেডিএ আবাসিক, সেনপাড়া, মীরেরডাঙ্গা এবং রেলিগেট এলাকার ত্রাণ সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।
এই এলাকার প্রায় সাড়ে ৩শ পরিবারের মাঝে ত্রাণের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, দৌলতপুর থানা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম বন্দ, মজনু, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মরিুজ্জামান মুকুল,
দৌলতপুর থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহফুজা শাহবুদ্দিন, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, সেলিম রেজা, ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন. শাহজাহান হাওলাদার, মোস্তাফিজুর রহমান মানিক, বখতিয়ার. কামাল মুন্সি, রানা, সুমনসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।