টঙ্গীতে সরকারি হাসপাতালের নার্সকে গুলি করে হত্যার প্রতিবাদে কর্মবিরতি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক সিনিয়র নার্সকে গুলি করে হত্যার প্রতিবাদে রোববার ডাক্তার ও নার্সরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। এতে হাসপাতালে আসা শত শত রোগীদের চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, হাসপাতালের আউট সোর্সিংয়ের কর্মচারী তোহিদুল ইসলাম হৃদয় বহিরাগত কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এসময় হাসপাতালে নার্সদের রুমে গিয়ে সিনিয়র নার্স মশিউর রহমান কে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় হৃদয় তার নির্দেশ মত হাসপাতালে কাজ করার জন্য মশিউর রহমানকে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মশিউর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা সরকারি কর্মচারী হয়ে ও একজন আউট সোর্সিং কর্মচারীর কাছে প্রায় সময় লাঞ্ছিত হই। হৃদয়কে হাসপাতাল থেকে বিদায় না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।