হাকালুকি হাওরে বারি তিল এর বাম্পার ফলন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জুড়ী উপজেলার হাকালুকি হাওর অঞ্চলে বারি তিল এর বাম্পার ফলন চোখে পড়ার মত। সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সিলেট এর বাস্তবায়নে চলতি মৌসুমে জেলার হাকালুকি হাওরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি তিল-৪ এর বাম্পার ফলন হয়েছে।
জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারের প্রগতিশীল তিল চাষি জনাব আলী আহমেদ বলেন- সরেজমিন গবেষনা বিভাগ সিলেট কতৃক উৎসাহিত হয়ে তিনি ১ একর জমিতে বারি তিল-৪ চাষ করেন এবং তিল চাষাবাদের আধুনিক প্রযুক্তিগত সুপরামর্শ যথাসময়ে দোরগোড়ায় পাওয়ার কারনে তিনি বাম্পার ফলন পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সরেজমিন গবেষণা বিভাগ সিলেট এর প্রধান বিজ্ঞানী ড. মাহমুদুল ইসলাম নজরুল জানান- দেশের বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা অর্জন এবং খাদ্য উৎপাদন ধারা অব্যাহত রাখার জন্য কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহবানে সারা দিয়ে পতিত জমির প্রতি ইঞ্চি জায়গা যেনো চাষাবাদের আওতায় নেয়া হয় হয় সে লক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আমরা মাঠে স্বাস্থ্য বিধি অনুসরণ করে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের মাঝে চাষাবাদের আধুনিক প্রযুক্তি সম‚হ পৌঁছে দিচ্ছি এবং বাস্তবায়ন করছি। স্বল্প ব্যয়ে অধিক লাভজনক এবং অপেক্ষাকৃত অনুবর মাটিতেও চাষাবাদ উপযোগী সম্ভাবনাময় বারি তিল-৪ আগামীতে চাষাবাদের প্রতি এলাকার কৃষকেরা অত্যান্ত আগ্রহ প্রকাশ করেছেন।