ঝিনাইদহে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব অনুসরন করে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলায় কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সকাল হতে বিকাল পর্যন্ত উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে নিরাপদ উদ্যানতাত্তি¡ক ফসল উৎপাদন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপি প্রশিক্ষণে নিরাপদভাবে ফল, ফসল ও শাক-সবজি উৎপাদনের বিভিন্ন আধুনিক কলাকৌশলের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৫০ জন কৃষক কৃষাণী অংশগ্রহন করেন। একই দিনে বিকালে উপজেলার পৌরসভা বøকের জেলখানা পাড়ায় বারি হলুদ-৫ ফসলের উপর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাক্খারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কমিশনার মহিউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব। মাঠ দিবসে এলাকার ৫০-৬০ জন কৃষক অংশ গ্রহন করেন। মাঠ দিবসে আদা, হলুদ, মরিচসহ বিভিন্ন মসলা জাতীয় ফসলের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।