পুলিশ কর্মীদের গরম জল আর ভেষজ চা পানের পরামর্শ
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও ঘর থেকে বাইরে বেরিয়ে প্রতিদিন নিজেদের কর্তব্য পালন করতে হচ্ছে পুলিশ কর্মীদের। এই পরিস্থিতিতে তাই করোনাকে রুখতে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
তাঁর নেতৃত্বে রাজ্যের পুলিশ কর্মীদের করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গরম জল ও দুধ পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু দুধই নয়, করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়তে লেবু চা বা ভেষজ চা পানেও জোর দেওয়া হচ্ছে বলে জানয়েছে এনডিটিভি।
পাশাপাশি আরও বলা হয়েছে যে, ভেষজ চা ছাড়াও প্রতিদিন, তুলসী পাতা, দারচিনি, কাঁচামরিচ, আদা এবং কিশমিশ গুড়ের জল বা লেবুর রসের সঙ্গে মিশিয়ে দিনে এক থেকে দু’বার পান করা উচিত। এছাড়াও পুলিশ কর্মীদের দুধের সঙ্গে হলুদ মিশিয়েও দিনে এক-দুবার পান করতে বলা হয়েছে।
দুই শিশুকে ৫ তলা থেকে ছুঁড়ে ফেলে দিল প্রতিবেশী, ২ বছরের শিশুর মৃত্যু
জানা গেছে, ‘রিজার্ভ’ পরিদর্শককে জেলা পুলিশ লাইনে হলুদ দেওয়া দুধের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি থানাতেও একই রকম ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।