‘ভারতীয় ভূখণ্ড’ নিয়ে নেপালের নতুন মানচিত্র পার্লামেন্টে অনুমোদন
‘ভারতীয় ভূখণ্ড’ নিয়ে নতুন মানচিত্রের অনুমোদন দিয়েছে নেপাল পার্লামেন্টের উচ্চকক্ষ। বৃহস্পতিবার সর্বসম্মতভাবে এ সংক্রান্ত বিলে অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। এর আগে গত শনিবার বিলটি নিম্নকক্ষের অনুমোদন পায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এ মানচিত্রে লিমপিয়াধুর, লিপুলেখ ও কালাপানিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে কাঠমান্ডু; যদিও দিল্লির দাবি, এগুলো ভারতীয় ভূখণ্ড।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, উচ্চকক্ষেও যে বিলটি ছাড়পত্র পাবে, তা আগেই ধরেই নেওয়া হয়েছিল। প্রশ্ন ছিল শুধু এর পক্ষে-বিপক্ষে প্রাপ্ত ভোটের ব্যাবধান নিয়ে। তবে শেষ পর্যন্ত ‘ভারতীয় ভূখণ্ড’কে নেপালের মানচিত্রে যুক্ত করার সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে একটি ভোটও পড়েনি। ফলে ৫৭-০ ভোটে পাস হয় বিলটি।
উচ্চকক্ষে পাস হওয়ার পর বিলটি আইনে পরিণত হতে এখন শুধু প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা। সেই অনুমোদন পেলেই নেপালের যাবতীয় সরকারি কাজে নতুন এ মানচিত্র ব্যবহৃত হবে।
নেপালের নতুন মানচিত্র নিয়ে আগেই প্রতিবাদ করেছিল ভারত। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বিবৃতি দিয়ে বলেন, ‘এভাবে নেপালের সীমানা বাড়ানো মেনে নেবে না ভারত। এ বিষয়ে ভারতের অবস্থান কী তা ভালোভাবেই জানে নেপাল সরকার। তাই ওই অনৈতিক কাজ থেকে নোপালকে সরে আসার অনুরোধ করছে ভারত।’
ভারতের এমন মন্তব্যেও যে নেপালের রাজনীতিকরা কর্ণপাত করেননি, পার্লামেন্টের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে নতুন মানচিত্র অনুমোদনের ঘটনায় তা স্পষ্ট।