নমুনা পরীক্ষার দ্বিতীয়বারও করোনা পজিটিভ সারওয়ার আলম
দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। এদিকে তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। সোমবার (২২ জুন) গণমাধ্যমকে জানান, শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই। এ সময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান।
সারওয়ার আলম বলেন, গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।
সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ওরা এখন পর্যন্ত ভালো আছে।
এ সময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।
গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।