হঠাৎ কি হলো মেসির?
লিওনেল মেসির কি হলো! হুট করেই মেজাজ হারাচ্ছেন ফুটবলের মহাতারকা। সেভিয়ার বিপক্ষে ম্যাচে ক্লাবটির ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে আচমকাই ধাক্কা দেন মেসি। পরদিন অনুশীলনে হাতাহাতিতে জড়িয়েছেন সতীর্থ আঁতোয়া গ্রিজম্যানের সঙ্গে। তর্ক থামাতে হস্তক্ষেপ করতে হয় ক্লাব কোচ কিকে সেতিয়েনকে। নানা নেতিবাচক কর্মকান্ডে স্প্যানিশ গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার।
প্রতিপক্ষের দুর্দান্ত সব আক্রমণেও লক্ষ্যে অবিচল, দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ট্যাকল কাটিয়ে ছুটে চলা, শারিরীক আক্রমনে পড়ে গেলেও উঠে আবারো দৌড়, এইসবে লিওনেল মেসিকে চেনা যায়। একের পর এক রেকর্ড ছাড়িয়ে মহাতারকা যেমন হয়েছেন, মাঠে চলনে-বলনেও অন্যদের ছাড়িয়ে আর্জেন্টাইন তারকা। সেই শান্ত-সুবোধ মেসির হঠাৎ কি হলো! মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে গেল কয়েকদিনে গণমাধ্যমের খোরাক বার্সা সুপারস্টারের উত্তপ্ত মেজাজ।
বিরতি কাটিয়ে লা লিগা ফেরার পর টানা দুই ম্যাচে গোল পেয়েছেন। সেভিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোল পাননি। সতীর্থরাও কেউ গোল করতে না পারায় গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। পয়েন্ট খুইয়ে বার্সাকে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারাতে হয়েছে টেবিলের শীর্ষস্থানটাও। এই সমীকরণগুলো তো সবারই জানা। পরবর্তী পরিস্থিতি আঁচ করতে পারেন লিওনেল মেসিও। গোল করতে না পারার বিরক্তি থেকেই কিনা, মেজাজ হারিয়ে বসেন। ধাক্কা দেন সেভিয়ার ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে। যদিও বিষয়টি খুব গুরুতর মনে করেননি ম্যাচ রেফারি। যে জন্য কোন ধরণের শাস্তির মুখেও পড়তে হয়নি মেসিকে।
তবে পরদিন গণমাধ্যমে যেটি বেরিয়েছে, সেটিকে বিস্ফোরকই বলা চলে। নিজ ক্লাবের ফুটবলারের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়েছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, লেগানেসের বিপক্ষে ম্যাচে গ্রিজম্যানকে পাস না দেয়ায় দলীয় অনুশীলনে তর্কে জড়ান দুজন। সেটি গড়ায় হাতাহাতিতেও। পরবর্তীতে তর্ক থামাতে হস্তক্ষেপ করতে হয় ক্লাব কোচ কিকে সেতিয়েন ও কয়েকজন ক্লাব কর্তাকে।
মেসি-গ্রিজম্যান দ্বন্দ্বের খবর অবশ্য নতুন নয়। গেল বছর ক্লাবে পা রাখার পরই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন গ্রিজম্যান। ক্লাবের অন্য সবাই তাকে স্বাগত জানালেও, মেসি জানাননি, এমন দাবি করেছিলেন এই ফরাসী তারকা। গেল কয়েকদিনে সেই পুরনো দ্বন্দ্ব আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে।
ক্লাবের মহাতারকার সঙ্গে দ্বন্দ্বের মাশুল গুণতে হতে পারে গ্রিজম্যানকে। ফুটবল বাজারে গুজব রটেছে, চলতি মৌসুম শেষেই কাতালান জার্সি আর গায়ে চড়ানো হবে না ফরাসী তারকার। যেখানে লিওনেল মেসির সঙ্গে আবারো দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বার্সা সেখানে গ্রিজম্যানকে ছেড়ে দিতে পারে ক্লাবটি। ফরাসী ফরোয়ার্ডের সম্ভাব্য ঠিকানা হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও শোনা যাচ্ছে দলবদলের বাজারে।