২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
২০২৩ নারী বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২২-১৩ ভোটের ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে দুই প্রতিবেশী দেশ।বিশ্বকাপকে সামনে রেখে আগামী চার বছরে নারী ফুটবল উন্নয়নে এক বিলিয়ন ডলার ব্যয় করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার কাউন্সিল শেষে এমনটাই জানান সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
১৯৯১ সালে নারীদের বিশ্বকাপ শুরুর পর এই প্রথম ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ আয়োজনের হাতছানি। লাল নীল নানা রংয়ের আলোতে সাজিয়ে তোলা হয় সিডনির অপেরা হাউজ।
অপেক্ষা কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। পূরণ হবে বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বপ্ন। অবশেষে এল সেই খবর। বিডে কলম্বিয়াকে হারিয়ে ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ফিফার তিন আয়োজকের মধ্যে প্রযুক্তিগত মূল্যায়নে কলম্বিয়ার চেয়ে এগিয়ে গেছে এ দুই প্রতিবেশী দেশ। তাদের স্কোর ৪ দশমিক ১। কলম্বিয়ার স্কোর ২ দশমিক ৮। গেল বছর ফ্রান্সে নারীদের বিশ্বকাপের সফল আয়োজনের পর ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছিলেন পরবর্তী আসর হবে আরো বড় পরিসরে। হলও তাই। ভার্চুয়াল সভা শেষে নারীদের ফুটবলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
তিনি বলেন, দেখুন ফিফার জন্য নারী ফুটবল খুবই গুরুত্বপূর্ণ। এটা এতটা গুরুত্বপূর্ণ যে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপকে সামনে রেখে আগামী চার বছরে নারী ফুটবল উন্নয়নে এক বিলিয়ন ডলার ব্যয় করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গেলো বছর ফ্রান্সে এক দুর্দান্ত নারী ফুটবল দেখেছি। যেখানে স্টেডিয়ামগুলোতে এক মিলিয়নের বেশি দর্শক ছিলো। যা নারী ফুটবলকে সত্যিকারের বিশ্ব পর্যায়ে নিয়ে এসেছে।
২০২৩ সালের ১০ জুলাই হবে নারীদের বিশ্বকাপ। অকল্যান্ডে উদ্বোধনী ম্যাচ হলেও, ফাইনাল হবে সিডনীতে। ২৪ থেকে বাড়িয়ে ৩২টি দেশ অংশ নিবে এই আসরে। বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির আশা করছেন দুই দেশের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন ও স্কট মরিসন।