বাসার ফ্রিজে ৪৪ ঘণ্টা ধরে রাখা হলো করোনা রোগীর লাশ!
ভারতের কলকাতার আমর্হাস্ট স্ট্রিটের একটি বাসায় মৃত্যুর প্রায় ৪৪ ঘণ্টা ধরে পড়ে ছিল একজন করোনা আক্রান্তের মৃতদেহ। সোমবার (২৯ জুন) দুপুর তিনটায় মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপর থেকে পরিবার একবার থানা, একবার স্বাস্থ্য ভবন, একবার কলকাতা পৌরসভা এইভাবে যোগাযোগ করার চেষ্টা করেন।
জানা যায়, আমর্হাস্ট স্ট্রিটের ওই বাসিন্দা সোমবার দুপুর ৩টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান বাড়িতেই। এরআগে সকালেই করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ল্যাবে। হাতে রিপোর্ট আসার অপেক্ষা করে পরিবারের সদস্যরা। এসময় পরিবারের পক্ষ থেকে লাশ সংরক্ষণের জন্য থানা, স্বাস্থ্য ভবন, কলকাতা পৌরসভা যোগাযোগ করেন কিন্তু কোন জায়গা থেকে সাহায্য মেলেনি। এদিকে লাশে পচন ধরে। পরে ঘরের ফ্রিজেই লাশ সংরক্ষণ করা হয়। পরে মঙ্গলবার রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ আসে। বুধবার সকালে কলকাতা পৌরসভা ওই ব্যক্তির লাশ নিয়ে যায়।