২০২৩ ভারত বিশ্বকাপ নিয়ে এখনই প্রস্তুতি নিচ্ছেন অ্যারন ফিঞ্চ
২০২৩ বিশ্বকাপ বসছে ভারতে। যা নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আসন্ন সিরিজ থেকেই সেজন্য প্রস্তুতি নেবেন বলে জানান ফিঞ্চ।
এদিকে, ভারতে বিশ্বকাপ হওয়ায় বাড়তি চ্যালেঞ্জ থাকলেও, সেটা নিয়ে ভাবছেন না বলে জানালেন তিনি। এছাড়া, বেন স্টোকসকে ইংল্যান্ডের অধিনায়ক করায় প্রশংসা করতেও ভুললেন না এই ওপেনার।
মাঠের ক্রিকেট শুরু না হলেও পরিকল্পনা কিন্তু থেমে নেই। স্বপ্নের আনাগোনা ২০২৩ বিশ্বকাপে গিয়ে ঠেকেছে। বিশ্বকাপটা যে হবে ভারতে। যেখানে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও চিন্তিত। দর্শকের তীর্থ ভূমি বলেই হয়তো তিন বছর আগে আট ঘাট বেঁধে নামছেন। পরিকল্পনাটা যে করতে হবে এখনই। গত বছরের বিশ্বকাপে অধিনায়কত্বের ব্যর্থতা ভুলে ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফিঞ্চ। সেখানেই জানালেন না জানা অনেক কথা।
ফিঞ্চ বলেন, একটা ভবিষ্যত একাদশ নিয়েই এগোচ্ছি আমরা। ভালো কিছু করতে চাই। প্রতিটি খেলোয়াড়কে এই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে জানিয়েছি। তারাও ইতিবাচক সারা দিয়েছে। আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই কাজ করতে চাই আমরা। কিছু খসরাও চূড়ান্ত করেছি।
ভারতে অনুষ্ঠিত হবে বলে ভয়ে আছেন ফিঞ্চ? অধিনায়ক সে কথা উড়িয়ে দিলেন। বরং জানালেন ওয়ানডে ফরম্যাট বলেই নাকি তিনি আশাবাদী। এই ফরম্যাটে অনন্য অজিরা। তবে ভারতকে সমীহ করেই কথা বললেন ফিঞ্চ।
ফিঞ্চ আরো বলেন, ভারতে নিঃসন্দেহে ভালো দল। তবে আমরা ওয়ানডেতে যে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার যোগ্যতা রাখি। বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে আপনাকে সর্বপ্রথম মনে আত্মবিশ্বাস রাখতে হবে আপনি সেরা। ওদের মাটিতে ওরা নিঃসন্দেহে সেরা। তাই বলে নিজেদের পারফরমেন্স নিয়ে আমাদের আস্থা আছে।
এদিকে, বেন স্টকস ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন ফিঞ্চ। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে তার অবদানের কথা মনে করিয়ে দিয়ে ফিঞ্চ বলেন। তার প্রতি দলের আস্থা প্রতিদান দিবেন স্টোকস।
তিনি আরো বলেন, স্টোকসের দল নেতা হবার যোগ্যতা আছে। অনেক মেধাবী একজন ক্রিকেটার। ক্যারিয়ারের শুরুতে একটু উড়নচন্ডী থাকলেও এখন সে পরিনত। দায়ত্ব পেয়ে সে আরও ভালো করবে আশা করি।
ক্যারিবীয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে ৩০ জুলাই থেকে সমান ৩ টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল।