বর্ধিত ট্যাক্স প্রত্যাহার না হলে ব্রড ব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের হুমকি আইএসপিএবি’র
বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার না হলে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু সময়ের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের হুমকি দিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।
শনিবার (৪ জুলাই) বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এ ঘোষণা দেন।
তারা জানান, বাজেটে বর্ধিত ভ্যাট-ট্যাক্স কমানো না হলে বাড়ানো হবে ব্রডব্যান্ড ইন্টারনেটর দাম।
আইএসপিএবির নেতারা বলেন, চলতি অর্থবছরের বাজেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর প্রায় ১৫ শতাংশ ভ্যাট-ট্যাক্স বাড়ানো হয়েছে। এছাড়াও বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় জরুরি নানা যন্ত্রাংশের দাম।
সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোন সুরহা হয়নি বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাইয়ের মধ্যে বর্ধিত ভ্যাট-ট্যাক্স বাতিল না হলে দেশের বিভিন্ন অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হতে পারে।
আইএসপিএবির পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রায় ৮০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। যার মাধ্যমে প্রায় তিন কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।