গাংনীতে ছাত্রলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন অভিযানের ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধিঃ
গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান পালনের ধারাবাহিকতায় মেহেরপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৩ হাজার’ ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠিত হয়েছে।‘মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান, লাগাও গাছ বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ’ প্রধান মন্ত্রীর এই নির্দেশনায় আজ মঙ্গলবার বিকেল ৫ টার সময় সাহারবাটি ইউপির সাহারবাটির চারচারা নামক স্থানে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর জামান নিরব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাহারবাটি ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউনিয়ন আ.লীজের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার।
সাবেক ছাত্রলীগের নেতা সুমন রেজা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাসির জামান মৃদুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বামন্দী ্ইউপি আ.লীগের সেক্রেটারী ওবাইদুর রহমান কমলসহ জেলা উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ, যুবলীগ ,কৃষকলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ ও সাহারবাটি চারচারা চত্বরে গাছের চারা রোপন করা হয়।