নকলায় কৃষকদের মাঝে ধানের চারা বিতরন ও চারা রোপন উদ্ভোধন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ ও রাইস ট্রান্সপ্লন্টার যন্ত্রের সাহায্যে চারা রোপন উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বানেশ^র্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামে উদ্ভোধনী অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন ।
অন্যান্যের মধ্যে নকলা উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ , যুবলীগের আহব্বায়ক রবিকুল ইসলাম সোহেল ও কৃষিবিদ রোকসানা পারভিন বক্ত্যব রাখেন ।
এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সাংবাদিক জসিম উদ্দিন মিন্টু ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন ।