গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হইতে ৪৮৫ বোতল বিদেশী ফেন্সিডিল এবং ট্রাক সহ ০১ জন মাদক ডিলার গ্রেফতার।
বিষয়ঃ প্রেস বিজ্ঞপ্তি র্যাব-১, উত্তরা, ঢাকা ।
১। মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে গাজীপুরকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। র্যাব এসকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।
৩। এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ০৭ অক্টোবর ২০২০ তারিখ অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুর চন্দ্রার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ আতাকুল হাসান(২০), পিতা-মোঃ দুলাল হোসেন, মাতা-মোসা-নাছিমা বেগম, সাং-ডালিয়া, থানা-ডিমলা, জেলা-নীলফামারী’কে নাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হইতে ৪৮৫(চারশত পচাশি) বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) টি ট্রাক ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৪। ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।