মুক্তাগাছায় আগামী ১ বছরের মধ্যে পৌর এলাকার সকল রাস্তা পাঁকা করা হবে, সংস্কৃতি প্রতিমন্ত্রী।
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ
আজ সকালে মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে আলোচনা ও মত বিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এম পি এ কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলোচনা সভায় বলেন আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামী দলীয় প্রার্থী নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে কোন প্রকার ট্যাক্স বৃদ্ধি করা হবে না। কোন রাস্তা আলো বিহীন থাকবে না।
যে সমস্ত এলাকায় পানি সরবরাহ নাই সে সমস্ত এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পৌরসভা নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল প্রতিশ্রুতি দেন।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে মেয়র মনোনয়ন প্রত্যাশী আলহাজ বিল্লাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার এ.কে.এম রেজাউল করিম জিন্নাহ্, বীর মুক্তিযোদ্ধা সত্য স্বপন চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান লুৎফর হায়দার রাসেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম মন্টু, সদস্য সচিব খন্দকার মঞ্জুর মালেক সুদীপ্ত, সাজ্জাদ হোসেন সুমন প্রমুখ।এতে সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার জিন্নত আলী জিন্নাহ।