লৌহজংয়ে কৃষাণ-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষক ও কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের কৃষি অফিসের সামনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ৪০ জন কৃষকও কৃষাণীর ১.৫ শতক জমিতে বছরব্যাপী শাকসবজি আবাদের প্রদর্শণী স্থাপনের জন্য বীজ সারসহ প্রদর্শণী উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল আউয়াল সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণের উপ-সহকারী আঃ রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ আবু সাঈদ শুভ্র, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, লৌহজং প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইমন হোসেন, কার্যনিবার্হী সদস্য মো. রমজান হোসাইন খান রকি, মো. মোশারফ হোসেন বাবু, সোহেল রানা প্রমুখ।