বীরগঞ্জে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচনে ১৯ জন প্রার্থী মনোনয়ন ফরম প্রথম দিনে সংগ্রহ করেছেন। রবিবার বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার সারোয়ার মুর্শেদ এর নিকট সভাপতি পদে ১২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হচ্ছেন সভাপতি পদে বাজুন বেশরা, সুলতান হেমরম, শীতল মার্ডি, রতন মার্ডি, রবিন হেমরম, শ্যাম লাল মূরমু, নরেন হেমরম, বুদলু হেমরম, পিউস মূরমু, এ্যাডওয়ার্ড হেমরম, কাহলাল মার্ডি, মার্থিস মার্ডি ও সাধারণ সম্পাদক পদে রনজিৎ মূরমু, বাবুল বাস্কে, কমলা হাসদা, প্রাণচিস কিস্কু এবং কোষাধ্যক্ষ পদে মধু কিস্কু, কালুস কিস্কু ও জয় মার্ডি সুশিল। রিটার্নিং অফিসার সারোয়ার মুর্শেদ জানান, ৯ ফেব্রুয়ারী মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন, যাছাই-বাছাইয়ের তারিখ ১০ ফেব্রুয়ারী। ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ২৫ ফেব্রুয়ারী নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এবারের নির্বাচন ৪ টি কেন্দ্র বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, মাটিয়াকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খামার খড়িকাদাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চাউলিয়া বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।