টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুর :--- গাজীপুরের টঙ্গীতে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ রুবেল দাস (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় গুটিয়া নর্থ টাউন আবাসিক প্রকল্পের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উক্ত মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়া নর্থ টাউন আবাসিক প্রকল্পে প্রবেশ করার মেইন গেইট এর উত্তর পাশে রাস্তায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত রুবেল গুটিয়া সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।