সরকার সর্বস্তরে সমান সুযোগ তৈরি করছে: তথ্যমন্ত্রী
সরকার সর্বস্তরে সমান সুযোগ তৈরী করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । শক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম ত্রিবার্ষিক সম্মেলনে এমন দাবি করেন তথ্যমন্ত্রী।
তথ্য মন্ত্রী জানিয়েছেন, নিয়োগসহ সর্বক্ষেত্রে সবার জন্য একই দৃষ্টিভঙ্গি নেয়া হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সংগঠন থাকা দু:খজনক।
এদিকে উদ্বোধনী বক্তৃতায় রেহমান সোবহান বলেন, মুক্তিযুদ্ধের পর গৃহীত সংবিধানে ধর্ম নয়, বাঙালী জাতীয়তাকে প্রাধ্যন্য দেয়া হয়েছে। কিন্তু তা নিশ্চিত করা যায়নি।সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মতো সংগঠনকে বাংলাদেশে কাজ করতে হচ্ছে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান।
দুদিনের সম্মেলনে সারাদেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।