কুষ্টিয়ায় ভারতের দেত্তবন্দ মাদ্রাসার শায়খুল হাদীস ছাহেবের সফর
আল-আমীন সিনিয়র স্টাফ রিপোর্টার
ভারতের দারুল উলুম দেত্তবন্দ মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওঃ মুহাম্মদ আব্দুল্লাহ মারুফী কুষ্টিয়ার ২টি মাদ্রাসায় খতমে বোখারী অনুষ্ঠানে যোগদান করেছেন। ৮ এপ্রিল সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা বালক-বালিকা মাদ্রাসায় পবিত্র বোখারী শরীফ সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো মূল্যবান বয়ান পেশ করেন মাওঃ আঃ মোস্তফা কামাল, মাওঃ আব্দুল বাসেত খান, মুফতি রেজাউল করিম। মাহফিল পরিচালনা করেন মাওঃ আঃ লতিফ খান। এ বছর ২৯জন ছাত্র-ছাত্রী হাদীস গ্রন্থের সেরা কিতাব পবিত্র বোখারী শরীফ অধ্যয়ন সমাপ্ত করেন। ৮ এপ্রিল শনিবার বাদ মাগরিব দৌলতপুর উপজেলা হাজী ইদ্রিস আলী বিশ্বাস মাদ্রাসায় তিনি তাশরীফ আনেন। মাদ্রাসার মোহতামিম মাওঃ মোঃ শামসুল হক ছাহেবের সভাপতিত্বে আয়োজিত এই মহতী মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী নূরুজ্জামান বিশ্বাস, হাজী বায়েজীদ বিশ্বাস, মাওঃ ইব্রাহিম হোসাইন কাসেমী ও দৌলতপুর থানার ওসি। বাংলা অনুবাদ করেন মাওঃ জহির ইবনে মুসলিম। মাহফিল পরিচালনা করেন মাওঃ জামিল। এ বছর ১০জন ছাত্র পবিত্র কুরআন শরীফ হেফজ সমাপ্ত ও ২১জন ছাত্র পবিত্র বোখারী শরীফ অধ্যয়ন সমাপ্ত করায় তাদের মাথায় পাগড়ী পড়িয়ে দেওয়া হয়।