বিএনপি নেত্রীর সমালোচনা জনগনকে বিভ্রান্ত করছে: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিল্লি সফর নিয়ে বিএনপি নেত্রীর সমালোচনা জনগনকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই না। বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব কথা বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘চোখ থাকতে অন্ধের আচরণকারীর কপাল খারাপ।’ জনগনকে অন্ধকারে রেখে সমঝোতা করার বিএনপি নেত্রীর অভিযোগের জবাবে এ প্রতিক্রিয়া দেন শেখ হাসিনা। বিএনপির দেশের স্বার্থ মূল্যায়নের সক্ষমতা আছে কি না সে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ সভানেত্রী।
কার্যনির্বাহী কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেন: ক্ষমতায় থেকে ভারতের কাছ থেকে কোন কিছু আদায় করতে না পারলেও আদায়কারির ভূমিকা নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির উদ্যোগের ফসল আওয়ামী লীগ তুলছে এমন বক্তব্যের ব্যাখ্যা চান তিনি।
প্রধানমন্ত্রী বলেন: জিয়া, এরশাদ খালেদা জিয়া কেউই ছিটমহল সমুদ্র সীমা বা তিস্তার পানি; কোন কিছু নিয়েই ভারতের কাছে দাবি তোলার সাহস দেখায়নি। অবৈধভাবে ক্ষমতা দখলে পাকিস্তানের সামরিক শাসনের অনুসারি জিয়া।
দিল্লি সফর সফল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে সমঝোতায় লাভবান বাংলাদেশ। বিদ্যুৎ আমদানী, জ্বালানী পরিবহন ও পারমানবিক সহ স্বল্প সুদে ঋণ পাওয়াসহ ১২ হাজার কোটি টাকা বিনিয়োগকে সামনে এনে নিজের এ অবস্থান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন: দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। গোপনীয় এমন কিছুই নেই যা দেশের জন্য ক্ষতিকর। চীনের সঙ্গে বিএনপি সরকারের সময় করা প্রতিরক্ষা চুক্তির গোপনীয়তার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা এ নিশ্চয়তা দেন।
প্রসঙ্গত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন ভারত সফর শেষে প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে।