মেহনতি মানুষের পাশে আইনসেবা
পহেলা বৈশাখ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে অংশ নেয় আইনসেবা- এ লিগ্যাল সাপোর্ট সেন্টার সোসাইটি।
রমনা বটমূলে যখন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙ্গালী নতুন বছর উদযাপনে ব্যস্ত তখন আইনসেবার কর্মীরা হাইকোর্ট মাজার গেইটের সামনে মেহনতি রিকশা চালকদের সঙ্গে বৈশাখ উদযাপন করে।
সরকারী ভাবে নিবন্ধিত হওয়ার পর এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আইনসেবা’এর সকল সদস্যগণ পহেলা বৈশাখে শ্রমজীবী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ায়। পহেলা বৈশাখের সকালে মেহনতি শ্রমজীবী মানুষদের আইনসেবার পক্ষ থেকে একটি করে টি-শার্ট তুলে দেওয়া হয়।
ওই সময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আইয়ূব হোসেন। এছাড়াও আইনসেবার নির্বাহী পরিচালক ও সুপ্রীম কোর্টের আইনজীবী স্বর্ণকান্তি দাস চৌধুরী, ঢাকা জজ কোর্টের আইনজীবী ও আইনসেবার সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন সেবার সহ-নির্বাহী পরিচালক নুরুল আলম ভূইয়া, জজ কোর্টের আইনজীবী ওমর জাকির বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।