ঝিনাইদহে জেলা প্রশাসক কতৃক ঘোড়শাল ইউনিয়নকে সজিনা ইউনিয়ন ঘোষণা
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ Channel 4TV :
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নকে সজিনা ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোড়শাল ইউনিয়নের যাদুড়িয়া গ্রামে সজিনার ডাল রোপনের মাধ্যমে এ ঘোষনা দেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস ও কৃষক মহিউদ্দিন।
কৃষি অফিসের কর্মকর্তারা জানান, সজিনাতে রয়েছে পুষ্টি ও ওষুধি গুণাগুণ। আয়ুর্বেদ শ্বাস্ত্রে সজিনায় প্রায় ৩শ’ প্রকার ব্যাধির প্রতিশেধক হিসেবে ব্যবহৃত হয়। শরীরের প্রয়োজনীয় সব এমাইনো এসিড সজিনা পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত করেছেন।
সজিনা পাতা, ফুল ও সজিনা খাওয়া যায়। এ্যানিমিয়া জয়েন্ট পেইন, ব্লাড পেশার, কিডনিতে পাথর, মায়ের দুধ বৃদ্ধি করা, ক্যান্সার, কোষ্টকাঠিন্য, ডায়াবেটিস, ডায়রিয়াম হার্ড পেইনসহ বিভিন্ন ওষধি গুণাগুণ রয়েছে বলে পুষ্টি বিশেজ্ঞরা মনে করেন। এখন থেকে ওই্ ইউনিয়নের প্রতিটি গ্রামের বাড়ীর আঙ্গিনায় সজিনার ডাল রোপনের কর্মসূচী নেওয়া হয়েছে।