তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’ : ফরিদ মাহমুদ
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম) Channel 4TV : চট্টগ্রাম গ্লোবাল মিশন ই-কমার্স লি: এর উদ্যোগে ‘তথ্য প্রযুক্তি খাত, স্বনির্ভরতা সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ প্রতি অর্থবছরে আউটসোর্সিং করে এক বিলিয়ন ডলার আয় করবে। মহাজোট সরকার তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে বিশ্ববাজার দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিশ্বের অপটিক্যাল ফাইবার লাইনে এদেশকে সংযুক্ত করেন। তিনি এদেশেল নাগরিকদের হাতে সুলভমূল্যে মোবাইল, দ্রুত ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, দেশের বেসরকারী টেলিভিশন মাধ্যমকে শিল্পে রূপ দিয়েছেন। দেশের জনগণ প্রকৃত অর্থে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, টেলি কমিউনিকেশন ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সমন্বিতভাবে এ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছেন। আমাদের দেশের তরুণরা বর্তমানে নিত্য নতুন সফ্টওয়্যার উদ্ভাবন করে বিশ্বে বাঙালি জাতিকে গর্বিত করছে। গ্লোবাল মিশন ই-কমার্স লি: এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী’র সভাপতিত্বে এবং প্রমোদ জামিলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস.এম. সাঈদ সুমন, শেখ নাছির আহাম্মদ, দেলোয়ার হোসেন দেলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর শহীদুল ইসলাম, মোরশেদুল আলম মামুন, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, ইয়াছিন ভূঁইয়া, নগর ছাত্রলীগ নেতা শাহদাত হোসেন পারভেজ, বন্ধন সেন, মো: আদনান। প্রধান অতিথি আলোচনা সভার শুরুতে মুরাদপুর চৌধুরী সেন্টারে আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। পরে সকল অতিথিদের সাথে নিয়ে আউটসোর্সিং প্রশিক্ষণ জোন পরিদর্শন করে।