বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। রোববার সকালে সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সচেতনতা শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, 'আমাদের বিদেশ থেকে চা আমদানী করতে হয় না। বরং আমরা চা রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছি। এখন আমাদের দায়িত্ব হলো জনগণের সাংবিধানিক অধিকার নিরাপদ খাদ্য প্রাপ্তি সেটিকে প্রতিষ্ঠা করা।'
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, 'উন্নত বিশ্বের মত আমাদের দেশেও হোটেলের খাবার বলেন, প্যাকেটের খাবার বলেন, আর ফুটপাতের খাবার বলেন সব খাবারকেই নিরাপদ দেখতে চাই। আমাদের অর্থনৈতিকে বিধ্বস্ত করতে, উন্নয়নকে থামিয়ে দিতে যথেষ্ট ষড়যন্ত্র হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে।