ইসলাম ধর্ম মতে, এই রাতে বোরাক নামে ঐশী বাহনে চড়ে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে যান এবং পৃথিবীতে ফিরে আসেন। এই সফরে মুসলমানদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়। পবিত্র এই রাতে মুসলমানরা কোরান তিলাওয়াত, নামাজ, মোনাজাতসহ নানা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। এ উপলক্ষ্যে মসজিদে মসজিদে মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ পবিত্র শবে মেরাজ Channel 4TV
আজ পবিত্র শবে মেরাজ। বিশ্বের মুসলমানদের কাছে এটি তাৎপর্যপূর্ণ রাত। এই রাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন মহানবী। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হবে এই মহিমান্বিত রাত।