”জলাবদ্ধতার কারণ সর্ম্পকে নাগরিক পরামর্শ কামনা” নগরীর কয়েকটি খাল -বিমান বন্দর রোডে ৩টি ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন মেয়র
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) Channel 4TV :
মুষলধারে বৃষ্টি এবং অতিমাত্রায় জোয়ারের প্রভাবে নগরীর নি¤œাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ জনদুর্ভোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। নগরীর চান্দগাঁও এলাকা দিয়ে প্রবাহিত ডোম খাল পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি খালের উপরে অবৈধ স্থাপনা, দোকানপাট, বেদখল এবং খালে আবর্জনা সহ ভরাট দেখতে পান। মেয়র তাৎক্ষনিকভাবে আশ-পাশ এলাকার অধিবাসীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জলাবদ্ধতার কারণ সম্পর্কে স্থানীয় অধিবাসীদের মতামত নেন। মেয়র বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার বিকল্প কোন পথ খোলা নেই। খাল ও নালার আশপাশের লোকজন আবর্জনা ফেলে, স্থাপনা তৈরি, এমনকি দোকানপাট নির্মাণ এবং খুব নিচু আকারের কালভার্ট তৈরি করে পানি চলাচলের পথ রুদ্ধ করে দেয়। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ দুর্ভোগে পড়ে। মেয়র বলেন, নগরীতে ওয়াসার পাইপ লাইন স্থাপন, সিডিএ’র ফ্লাইওভার নির্মাণ সহ নানামুখী উন্নয়ন কর্মযজ্ঞ চলমান থাকায় মুষলধারে বৃষ্টির ফলে নগরীতে জলাবদ্ধতা প্রকট আকার ধারন করেছে। এ থেকে পরিত্রানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন খাল খনন, পুরাতন খাল খনন সহ ড্রেনেজ মাষ্টার প্লান গ্রহণ করছে। আশা করা যায় সকলের সহযোগিতায় মানবসৃষ্ট জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। মেয়র খাল ও নালা সহ পানি চলাচলের পথে বিদ্যমান সকল প্রতিবন্ধকতা অপসারন করে নির্বিঘেœ পানি চলাচলের পথ সুগম করা হবে। এ লক্ষে তিনি ডোম খালের উপর নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এ ছাড়াও মেয়র শাহ আজিজ সড়ক নিজস্ব উদ্যোগে নির্মাণ, পাঠাইন্নাগোদা সড়ক নির্মাণ, ডোম খালের এপ্রোচ নির্মাণ, নাজির বাড়ী সড়ক নির্মাণ সহ নিচু মানের ছোট ছোট কালভার্টগুলো ভেঙ্গে উঁচু করে নির্মাণের নির্দেশ প্রদান করেন। আরো কয়েকটি খাল সরজমিনে পরিদর্শন করে দ্রুত এগুলোর সমস্যা সমাধানের নিদের্শ দেন ।এ সময় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।