সুনামগঞ্জে দূগর্ত এলাকা পরির্দশনের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা করেছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় স্থানীয় সাংসদ,জেলা প্রশাসন নিয়ন্ত্রিত সকল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও সরকারদলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাংসদ মহিবুর রহমান মানিক,শামছুন নাহার বেগম শাহানা রব্বানী,পীর ফজলুর রহমান মিসবাহ,ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমান,জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান,সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল,সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-হেলাল প্রমুখ। সভায় জানানো হয়,আগামী রোববার (৩০ এপ্রিল) হেলিকপ্টারযোগে অকাল বন্যায় বিধ্বস্থ সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। ওইদিন বিভিন্ন হাওর পরিদর্শন শেষে জেলার শাল্লা উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠে ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি।