সাভার থেকে আশুলিয়ার এক ইউপি চেয়ারম্যান আটক
আব্দুস সাত্তার, আশুলিয়া CHANNEL 4TV :
আশুলিয়ায় নয়ারহাট বাজার এলাকায় ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ১জনের মৃত্যুর ঘটনায় মামলার প্রধান আসামী পাথালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ানকে আটক করেছেন পুলিশ। বুধবার রাতে সাভারের সিটি সেন্টারের সামনে থেকে হত্যা মামলার অভিযোগে এ চেয়ারম্যানকে আটক করা হয়। আটককৃতের গ্রামের বাড়ি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন চাড়িগ্রামে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) মাসুদ রানা জানান, ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী পাথালিয়া ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পালাতক ছিল। পরে গোপন সংবাদের মাধ্যমে বুধবার রাতে একটি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গতঃ সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া পাথালিয়া ইউপি’র বর্তমান চেয়ারম্যান পারভেজ দেওয়ান এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে বিবেধের সৃষ্টি হয়। পরে গত ২৯ মার্চ নয়ারহাট বাজার এলাকায় মোয়াজ্জেম ও তার লোকজন নিয়ে বসে ছিলো। এমন সময় চেয়ারম্যানের লোকজনের সাথে মোয়াজ্জেম গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় রহিম ও হালিম গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুর“ত্বর আহত অবস্থায় রহিম ও হালিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত বলে ঘোষণা করেন। পরের দিন নিহতের ভাই সুমন পন্ডি নিজে বাদী হয়ে ৩০২ ধারায় ইউপি চেয়ারম্যানসহ মোট ১৪ জনের নাম উলেখ করে মামলা দায়ের করেন। মামলা নং-৪৭। ইতোমধ্যে এ মামলায় শফিউল ইসলাম সোহাগ নামে এক ইউপি সদস্যসহ আরও কয়েক জন আাটক রয়েছে।