এর আগে, চাচার কাছে হস্তান্তর করা হয় জঙ্গি আবুর লাশ। পরে পরিবারের অন্যান্য সদস্যরা গ্রহণ না করায় লাশ ফিরিয়ে নিয়ে অজ্ঞাত তিনজনের সাথে দাফন করে পুলিশ। গতকাল সন্ধ্যায় চার জঙ্গীর ময়নাতদন্ত করা হয় সদর হাসপাতালে। তিনজনের পরিচয় না মেলায় ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। জঙ্গি আবুর অবস্থান নিশ্চিত করে ওই বাড়িটি গত বুধবার ঘেরাও করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর শুরু হয় অভিযান। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, অবিস্ফোরিত সুইসাইডাল ভেস্ট আর কয়েকটি বোমার সদৃশ বস্তু। এখনো ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।
শিবগঞ্জে নিহত ৪ জঙ্গির দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিহত জঙ্গি আবুসহ চারজনের দাফন সম্পন্ন হয়েছে। গত রাতে পৌর গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এসময় নবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।