নীলফামারীর সৈয়দপুরে মির্জা ফখরুল- বিএনপি নির্বাচনমূখী দল
শাহ মো: জিয়াউর রহমান, নীলফামারী Channel 4TV :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জঙ্গী লালন করে বলেই তাদের সময়ে জঙ্গীবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। আর যে সব জঙ্গীদের ধরা হয় তাদের বিচার বা তদন্ত না করে ক্রস ফায়ারে দেয়া হয়। যাতে কোন তথ্য বেরিয়ে আসতে না পারে।
তিনি আরো বলেন, বিএনপি একটি নির্বাচন মুখী দল। নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকার গঠন হলেই বিএনপি জাতীয় নির্বাচনে অবশ্যই যাবে। দেশের জনগনের দল বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
গত রবিবার বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন বিএনপির সৈয়দপুর রাজনৈনিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, ধানের শীষের প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এসএম ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক আফজাল রেনু, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন বর্তমান সরকার জনবিচ্ছিন্ন বলেই নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। হামলা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কেউ দমাতে পারেনি, বিএনপির নেতাকর্মীদেরকেও দমাতে পারবে না আওয়ামী লীগ। বিএনপির মহাসচিব বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী দিয়ে প্রমাণ করেছে জনগনের দল বিএনপি নির্বাচনমুখী দল।
তিনি এ নির্বাচনে দলের প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহকে ধানের শীষে ভোট দিয়ে সৈয়দপুরকে আরও সূ-দৃঢ় বিএনপির ঘাটি হিসেবে পরিণত করার আহ্বান জানান সৈয়দপুরবাসীর প্রতি।
সমাবেশে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে গিয়ে বিএনপির প্রার্থী শওকত হায়াত শাহকে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, সুযোগ পেলে জনগন এই হামলা ও মামলাবাজ সরকারকে উচিত জবাব দিবে।
উল্লেখ যে, চলতি বছরের ১ মার্চ সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাওয়াদুল হক হৃদরোগে মৃত্যু বরন করেন। ফলে পদটি শুন্য ঘোষনা করেন ইসি।
আগামী ১৬ মে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামী লীগ, জাপা,বিএনপি, দলীয় প্রার্থী সহ ৫ জন প্রতিদ্বন্দিতা করছে।