কুরপান আলী। দুই ছেলে মেয়েসহ চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। গত এক বছর ধরে ভুগছেন কিডনি রোগে। তাই সপ্তাহে দু দিন ডায়ালিসিস করতে হয়। এজন্য প্রতিমাসে খরচ হয়, প্রায় চল্লিশ হাজার টাকা। যা জোগাড় করতে গিয়ে এখন নিঃস্ব প্রায় স্বল্প আয়ের এ পরিবারটি।
কিডনি রোগীদের রক্তপরিশোধনের পাশাপাশি বাড়তি পানি সরানোর উপায় হলো ডায়ালিসিস। দেশে বছরে এমন এ সেবার দরকার পড়ে, তিরিশ হাজারের মতো রোগীর। কিন্তু ব্যয়বহুল হওয়ায়, অনেকের ভাগ্যেই জোটে না সেই সেবা।
এবার তাদের জন্য এগিয়ে এসেছে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার। কিডনি চিকিৎসায় নিয়ে এসেছে, আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়ালিসিস মেশিন। এই সেন্টারে কেবল মানস্পন্ন চিকিৎসায় নয়, সামর্থ্যের মধ্যেই মিলবে ডায়ালাইসিস সেবাও। আগামী সপ্তাহ থেকে গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টারে কিডনি রোগীরা এ সেবা পাবেন।
ডায়ালাইসিসের খরচ কমাতে এগিয়ে এসেছে গণস্বাস্থ্য কেন্দ্র
দেশে কিডনি বিকল হয়ে আছে, ৮ লাখ মানুষের। জটিল এই রোগের প্রধান চিকিৎসা ডায়ালাইসিস। বেঁচে থাকতে সপ্তাহে অন্তত দুবার সর্বনিম্ন দেড় হাজার টাকায় ডায়ালাইসিস করতে হয়, রোগীদের। এর অভাবে বছরে মৃত্যু হয়, প্রায় ৪০ হাজার রোগীর। তবে, খরচ কমাতে এগিয়ে এসেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের ডায়লাইসিস সেন্টারে ১১শ' টাকাতেই মিলবে, সেবা।