গাংনীতে সংসদ সদস্য মকবুল হোসেন আওয়ামীলীগে যোগদানের সিন্ধান্ত
আল-আমীন,সিনিয়র স্টাফ রিপোর্টার Channel 4TV : দশম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করে (স্বতন্ত্র) সংসদ সদস্য নির্বাচিত হন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। দলীয় প্রার্থী এমএ খালেককে তিনি ১০ হাজার ভোটে পরাজিত করেন। আজ (শুক্রবার) তিনিসহ ১৪জন স্বতন্ত্র এমপি আওয়ামীলীগে যোগদান করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মকবুল হোসেন আওয়ামীলীগে যোগদান করবেন এমন খবর মেহেরপুরের গাংনী এলাকায় পৌছালে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কারণ হিসেবে তারা জানিয়েছেন, মকবুল হোসেন ক্ষমতা পেয়ে দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছেন। বিএনপি জামায়াতের লোকজনের সাথে আঁতাত করে নিজস্ব একটি বলয় সৃষ্টি করেছেন। যার ফলে আগামী নির্বাচনে এর একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক জানান, যে ১৪ জন স্বতন্ত্র দলেযোগ দেবেন, তাদের সাথে মকবুল হোসেনের কোন মিল নাই। কারণ তাদের অধিকাংশই না বুঝে একবার ভুল করেছেন। আর মকবুল হোসেন এ দিয়ে তিন তিন বার দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। তিনি আরো বলেন, দলীয় সিদ্ধান্তে তিনি যোগ দিয়ে যদি দলীয় কর্মকান্ডের সাথে কাজ করে চলেন তাহলে সমস্যা নাই। আর যদি একই ধারায় কাজ করে যান তাহলে তো সমস্যার সৃষ্টি হবেই।
আগামী নির্বাচন নিয়ে এম এ খালেক বলেন, যেহেতু দল করি দলীয় প্রতীক নিয়ে যে থাকবেন তার পক্ষেই কাজ করতে হবে। যদি উনি কাউকে মনে রাখার মত আঘাত দিয়ে থাকেন তার প্রতিদান দিতেই হবে। মকবুল হোসেন জনবিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, এমন একজন লোককে দলীয় মনোনয়ন দিলে একটা ক্ষোভ তৈরি হবেই।
।তবে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, অগ্রিম কিছ্ইু বলা যাবেনা। স্থানীয় রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার কোন সুযোগ নাই। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করবেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন,তা সময় বলে দিবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ প্রার্থী এম এ খালেক পেয়েছিলেন ৩৬৪৮৯, স্বতন্ত্র (বিদ্রোহী) মকবুল হোসেন ৪৬৭৭০ ভোট।