আশুলিয়ায় হিজড়াস ম্প্রদায়ের বিউটি পার্লারের উদ্বোধন
আব্দুসসাত্তার,আশুলয়িা Channel 4TV :
সাভারের আশুলিয়ায় পিছিয়ে থাকা হিজড়াস ম্প্রদায়ের বিউটিপার্লার উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার পুলিশেরঅতিরিক্ত ডিআইজি হাবিবুবুর রহমান প্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান উত্তরণ বিউটিপার্লার উদ্ধোধন করেন।
প্রধানঅতিথি হিসেবে অতিরিক্ত ডিআইজিতার বক্তব্যে বলেন,সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানা ভাবে কর্ম মুখী করে গড়ে তুলতে হবে। বিশেষকরে বেঁদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও মানুষে রঅধিকার থেকে বঞ্চিত। ফলে সঠিক দিক নির্দেশনা না পাওয়া ও বেঁচে থাকার তাগিদে বিভিন্ নঅপরামূলক কর্ম কান্ডে জড়িয়ে পড়ে তারা। এজন্য তাদেরকে বিভিন্ন অপরাধ মূলক কর্ম কান্ড থেকে ফিরিয়ে এনে তাদের আলোর পথ দেখাতেবিভিন্ন ধরনের স্বাভাবিক কর্মসংস্থানের সম্পৃক্ত করা জরুরী। তারইধারাবাহিকতায়উত্তরণফাউন্ডেশনবিশেষকরে বেঁদেপল্লী ও হিজড়াসম্প্রদায়েরজন্য সিলাইপ্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশণহাউজ ও বিউটিপার্লারসহনানাধরনেরকর্মসংস্থানমূলকপ্রতিষ্ঠানগড়ে তোলাহয়েছে।
এ সময়উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমহসিনুলকাদির ও ধামসোনাইউপি চেয়ারম্যান মোঃসাইফুলইসলাম।আরোউপস্থিত ছিলেন হিজড়া সম্প্রদায় আব্দুল্লাহ ও শাম্মীসহআরোঅনেকে।