সামাজিক যোগাযোগ মাধ্যম মুগ্ধ প্রধানমন্ত্রীর যে অসাধারণ ছবিতে
খালি পায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্রের জলে নিজের মনকে ভেজালেন। মাত্র কয়েক মিনিটে আনন্দ-উচ্ছ্বাসে ভরা সমুদ্রদর্শনে সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সাধারণ মানুষের মতো অসাধারণ প্রধানমন্ত্রীর ছবিটি আবারও সবাইকে মুগ্ধ করেছে। সর্বস্তরের মানুষ ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করছেন। অনেকে আবার প্রধানমন্ত্রীর প্রতি তাদের ভালোবাসা থেকে ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেন।
অনেকে প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী’ বলেও অ্যাখায়িত করেছেন। অনেকে আবার লিখেছেন, মন ভালো করে দেয়ার মতো ছবি।
সাংবাদিক প্রভাষ আমিন লিখেছেন: ‘শেখ হাসিনা সত্যিই সাধারণ, অসাধারন সাধারণ। মন ভালো করে দেয়া ছবি’।
অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন: দেশের প্রধানমন্ত্রীকে এতো সাধারণ হতে দেখলে চমকে উঠি! ভাবি, কিভাবে সম্ভব! এতো শিশুর মতো আবেগী হতে দেখলে সত্যি আবেগী হয়ে যাই। ভাবি,আমাদের আর কিসের অভাব!
সাংবাদিক মোস্তাফা ফিরোজ লিখেছেন: ‘আবারো মুগ্ধ হলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটি দেখে। এর আগে উনাকে গোপালগঞ্জে ভ্যানে চড়তে দেখেও খুবই ভালো লেগেছিলো। যারা তাকে কাছ থেকে দেখেছেন তাদের অনেকের কাছ থেকে শুনেছি যে তিনি ব্যক্তিগত জীবনে কতো সোজা সাপ্টা, আন্তরিক ও খোলামেলা কথা বার্তা বলেন।
এসব কথা শুনে মনে হয় তিনি কেবল দায়িত্বের কারণে প্রধানমন্ত্রী, না হলে আমাদের মতোই সাধারণ মানুষ। আমাদের নিউজ প্রেজেন্টার ঈষিকা আজিজতো এখন সারা সময় বলতে থাকে প্রধানমন্ত্রীর কথা। কবে নাকি রোদ বৃষ্টির মধ্যে তাকে দেখে প্রধানমন্ত্রী গাড়িতে উঠার সময় বলেছে, মেয়েটাতো সিক হয়ে পড়বে। তারপর তার দিকে হাত নেড়ে চলে গেছে।
এই কথা সে কয়েকবার বলেছে পরম আবেগ নিয়ে। মাঝে মাঝে ভাবি আমাদের রাজনীতিটা যদি এতো হিংসাত্মক না হতো তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো দল মতের বাইরে থকে সবার সাথেই এমনভাবে মিশতে পারতেন। কিন্তু নিরাপত্তা বেষ্টনির কারণে এখন যেটা সব সময় সম্ভব হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু লিখেছেন: ‘সমুদ্র সৈকতে হাঁটছেন আমাদের ভরসাস্থল, মাননীয় প্রধানমন্ত্রী।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ভ্যানে চড়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।